শীত আর বসন্তে ছোটরাও হাঁটে,
রঙহীন তটিনীর হাঁটুজল ঘাটে।
কাছে গেলে মনে হয় নদী নয় খাল,
নাব্যতা নেই তার নিদারুণ হাল।


স্রোতস্বিনী ইছামতি হারিয়েছে মান,
রঙ হারা নামে আজ নেই গুণগান।
শীতকালে ভরা নদী বর্ষায় ভীতি,
তার নামে জাগরণ কেবলই স্মৃতি।


চিরচেনা রূপ তার বিলীনের পথে,
বয়সের ভারে আজ ভাটা নিজ রথে।
কূল ঘেঁষা জল নেই আছে ভিটেমাটি,
পরিবার নিয়ে গড়া মানুষের ঘাঁটি।


অতীতের গুণগান মাথাভারী বোঝা,
কারো কোন দায় নেই বলা যত সোজা।
দখলের হরিলুটে পলি জমা চর,
ভূমিখোর ছেয়ে গেছে গড়ে বাড়িঘর।


তটিনীর কূল ঘেঁষা বাংলার রূপ,
পদধূলি গায়ে মেখে ইছামতি চুপ।
দখলের চাপে পড়ে মানুষের ভার,
রঙচটা ইছামতি আজ ছারখার।


দুই মাস ঘোলা জল দশ মাস মরা,
এই হাল ভূমিখোর মানুষের গড়া।
তলা ঘেঁষা হাঁটুজলে স্রোতে নেই গতি,
আজ কোনো কাজে নয় নামে ইছামতি।