সারাটা দিন তোমার কথা মনে প্রাণে বাজে,
প্রাণের প্রিয় কবি তুমি আছো কোন সাজে?
কথার ছলে দু'টি কথা তাকেই বলা যায়,
যার নাম প্রাণের মাঝে নিত্য শোভা পায়।
আছো তুমি হাওয়া হয়ে এমন কি যে হলো,
প্রিয় কবি আজকে তুমি হৃদয় খুলে বলো।


কবির মন খোলামেলা তোমার মুখেই বলা,
এ জীবনের অনেক পথ তোমার সাথে চলা।
তোমার মনের সরলতায় আনো টেনে তুলে,
সুন্দর মনের মানুষ তুমি কেনো যাবো ভুলে।
তোমার মনের মায়া ঘিরে তাতে ফুটে আলো,
নামি-দামি কবি তুমি, মনও তোমার ভালো।


কবিতার মানুষ তুমি কবিতা ভালোবাসো,
পাঠে তোমার মন ভুলায় চরণ পড়ে হাসো।
সারি বাঁধা সব কবিতা তারা তোমায় ডাকে,
তোমার কথা স্মরণ করে চরণ বাঁকে বাঁকে।
অভাব তোমার বুঝে গিয়ে তুলছে হাহাকার,
নেতা শূন্য সব কবিতা করছে দেনদরবার ।


তাদের প্রিয় পাঠক তুমি লালন করো বুকে,
অন্তর দিয়ে মূল্যায়নটা প্রকাশ করো মুখে।
পাঠ করার পাশাপাশি কলম তোমার চলে,
কবিতাদের সৃষ্টি করতে কলম কথা বলে।
তাদের সৃষ্টির বৃষ্টি ঝরে তোমার ছোঁয়া পেয়ে,
দৃষ্টিনন্দন সৃষ্টি আজ তোমার দিকে চেয়ে।


যখন তুমি জেগে উঠে তাদের কাছে যাবে,
ঠায় দাঁড়িয়ে সব কবিতা পাঠের ছোঁয়া পাবে।
কবিতারা ডাকে তোমায় একটু ফিরে চাও,
মায়ার টানে কাছে এসে আসরে যোগ দাও।
তাদের গায়ে হাত বুলিয়ে যখন কাছে যাবে,
কবিতাদের মায়ায় পড়ে তুমিও মজা পাবে।