তুমি নেই তবু প্রেম নয়নের জলে,
কত শত দিন গেলো কথা বলে বলে।
প্রাণবন্ত প্রেম আজ হয়ে আছে নীল,
নয়নের জলে প্রেম করে ঝিলমিল।


দিনভর চুপ থেকে রাতে নিরুপায়,
প্রেম ভরা চোখ দু'টো জলে ভেসে যায়।
সাদাসিধে মন নিয়ে খেলে গেলে গেম,
জলে ভাসা চোখে আজ জ্বালাময় প্রেম।


লোভে পড়ে মোহে চড়ে খুঁজে নিলে সুখ,
আজ কেন অন্ধকার দেখ তার মুখ?
মিয়া বিবি দেখা নাই এই যার হাল,
টাকা ঢেলে সে যে তুলে অন্য নায়ে পাল।


আজ কেনো স্বজনরা আমাকেই বলে,
সাহেবের দিন-ক্ষণ কেটে যায় ছলে।
পড়ে থাকো নিজ ঘরে রাখে নাতো খোঁজ,
অপরের সাজ ঘরে করে ভুঁড়িভোজ।


কেঁদে কেঁদে দুই চোখে পড়ে গেছে কালি,
বিছানায় ফুল নয় শুধু ধূলাবালি।
মোহে পড়ে প্রেম ছেড়ে পাতি ডাল ধরে,
আজ শুধু কেঁদে কেঁদে চোখে জল ঝরে।


প্রেম ছেড়ে ভুল করে পাগলের বেশ,
নয়নের জলে ভেসে উভয়েই শেষ।
ভুল পথে হাঁটা দিয়ে এই পরাজয়,
আজ বোঝ মৃত প্রেম কত জ্বালাময়।