ঘোড়াশালে ঘোড়া নেই হাতিশালে হাতি,
রাত হলে ছুটে আসে তিন চাকার বাতি।
পরিত্যক্ত ভবনের স্মৃতি গাঁথা বাণী,
রাজবাড়ি পড়ে আছে নেই রাজা রাণী।


দুই আনা জমিদারি ছিলো বাড়ি গাড়ি,
শত শত দাস-দাসীর ছিলো পাড়াপাড়ি।
প্রজাস্বত্ব স্মৃতি গাঁথা কাচারি দালান,
গদিনশীন দিনভর খেয়ে যেতো পান।


ইট খসা দালানের নেই কোনো বীমা,
দেবে গেলো ভবনের মূল পরিসীমা।
পরিত্যক্ত রণমাঠে ভরা ঘন বন,
জমিদারি স্মৃতিগুলো দেখে জনগণ।


যে স্থানে দাস-দাসীর ছিলো বিচরণ,
শ্যাওলায় পাড়া দিয়ে জাগে শিহরণ।
ইট খসা রাণী ঘাট ভাঙ্গাচোরা আছে,
পুকুরের মজা পানি কানিব্যাঙ নাচে।


ছিলো যতো জমিদারি জলসাঘর যতো,
বাইজীর নাচে গানে মুখরিত হতো।
রাজবাড়ি সেজেছিলো নৃত্য কৃত্য রসে,
দেখা গেলো বালাখানায় কুনোব্যাঙ বসে।


জমিদারি উঠে গেলো বহুদিন আগে,
ইতিহাস চেয়ে দেখে স্মৃতি গাঁথা জাগে।
ভাঙ্গা ঘরে সাপ বিচ্ছু  করে বসবাস,
ক্রমাগত জমিদারি এখন ইতিহাস।