বারেবারে এই মন তোমাকেই চায়,
দিন শেষে পেরেশান তবু খুঁজে যায়।
চনমনে হৃদয়টা করে ভাঙচুর,
কি কারণে ছেড়ে গেলে আজ বহুদূর।


যার কথা ভেবে মন হয় বেসামাল,
ভালোবেসে যেন আজ নিদারুণ হাল।
করুণ কণ্ঠে উঠে অভিমানী সুর,
রাত গেলে ছুটে আসে আশাহত ভোর।


দিন যায় রাত হয় রাত শেষে দিন,
ছটফট করে মন বুকে কিনকিন।
হাহুতাশী মন জুড়ে একটাই আশা,
পিছুটান শেষ হবে পাবে ভালোবাসা।


সায় পেয়ে এই মন সুললিত হলো,
মন দিয়ে ভুলে যাবো কি করে তা বলো?
ভাবনাটা মনে আনে বসন্ত টান,
কূলহীন হৃদয়টা হয় বেগবান।


মাথার উপর আজ আকাশটা ঘুরে,
স্বপ্নটা নিয়ে যায় আরো বহুদূরে।
প্রেমময় স্মৃতি গড়ে প্রীতিডোরে ঘাঁটি,
বারেবারে উঁকি দিয়ে করে হাঁটাহাঁটি।


ক্ষণে ক্ষণে মায়াটানে মন ছুটে যায়,
তপোবনে এই মন প্রীতিভোগ চায়।
সুললিত মন আজ একা একা হাসে,
ধরণীতে তোমাকেই বেশি ভালোবাসে।