কেমন আছো বন্ধু তুমি, তোমার অপেক্ষায়,
চিঠি দিব পত্র দিব, তোমার ঠিকানায়।
আজ তুমি কেমন আছো, জানতে ইচ্ছা করে,
তোমার নাম স্মরণ করে, চোখের পানি ঝরে।
মাথার ঘাম পায়ে ঠেলে, দেশটা এনে দিলে,
সকল স্বপ্ন ভেঙ্গেচুরে, কেমন করে গেলে ?


তোমার কথা মনে হলে, ডুকরে কেঁধে উঠি,
ছবির সামনে দাঁড়িয়ে ভাবি, কিসের জন্য ছুটি ?
তোমার হাতে গড়া এ দেশ, ভালবাসার টান,
অকৃতজ্ঞ ঘাতক দালাল, রাখলো না তো মান ।
তোমার বুক ঝাঁঝরা করে, স্বপ্ন করলো শেষ,
যাঁর খায় তাকেই মারে, এটা কেমন দেশ ?


ঘুমিয়ে থাকো আর ভেবোনা, জোয়ার এসে গেছে,
ঘাতক দালাল বুঝে গেছে,  তাদের স্বপ্ন মিছে ।
তোমার পক্ষেই গণজাগরণ, বাংলা মায়ের বুকে,
দালাল চক্রের গলা টিপে, সব-ই দেবো রুখে ।
তোমার স্বপ্ন স্মৃতি নয়, এই মাটিতে ভাসবে,
স্বপ্নগুলো সত্যি দেখে, আমজনতা হাসবে ।


একে একে তোমার স্বপ্ন, সফল হয়ে উঠছে,
ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়ে, দ্রুত বেগে ছুটছে ।
ঊর্ধ্বমুখী আয়ের সূচক, আয়ের সীমা বেড়ে,
এগিয়ে গেছে অনেক দূর, অনেক দেশ ছেড়ে।
যাত্রা পথের পিছুটান, আজ আামাদের নাই,
তোমার স্বপ্ন মাথায় রেখেই, সামনে এগিয়ে যাই।


সোনার বাংলার স্বপ্ন তোমার, স্বপ্ন নিয়েই বাঁচি,
মায়ের কোলে তোমার গুণেই, স্বাধীন দেশে আছি।
মুজিব তুমি কেমন নেতা, সারা বিশ্ব জানে,
জাতি রক্ষায় তোমার ত্যাগেই, জাতির পিতা মানে।
হৃদয় জুড়ে মুজিব তুমি, স্বপ্ন দিয়ে ঘেরা,
বাংলা মায়ের মহান নেতা, সর্বকালের সেরা ।