নিজেকে তুমি করতে পারো, নতুন ভাবে আবিস্কার,
যখন তুমি রাখতে পারবে, নিজ আঙিনা পরিষ্কার।
আঙিনা যখন পরিষ্কার  করো, চকচকে হয়ে যায়,
বইবে যখন হিমেল হাওয়া, মনও সুবাস পায়।
সারা দেশে সবাই যদি, এমন কাজটা করি,
পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর দেশ, গড়ে তুলতে পারি।


চার পাশ যখন সুন্দর করে,  ছবির মতো রাখো,
মানুষে নয় মনেই বলবে, কেমনে তুমি  থাকো?
পরিবেশ সুন্দর  মনও সুন্দর,  একযোগে তা চলে,
জীবন হবে পরিপাটি,  মনোবিজ্ঞানীরাও বলে।


তুমি নেবে দুই  দায়িত্ব,  কর্মস্থল আর বাড়ি,
একে একে  সবাই নেবে, ফুটে উঠবে  ফুলঝুরি।
সবাই তখন  খুশি হবে,  পাবে সুন্দর দেশ,
সারা বিশ্ব জানান  দেবে, সুস্থ  সুন্দর  পরিবেশ।
মনের সুখে নিঃশ্বাস নেবে, প্রশান্তি পাবে বেশি,
শিশু বৃদ্ধ সব জনতার, ফুটে উঠবে হাসি।


যেমন ভাবে ভাবছি আমি, তুমিও যদি চাও,
তৃতীয় জনও বাধ্য হবে, একসাথে সবাই যাও।
সবাই মিলে করবো এ কাজ, দেশকে ভালবেসে,
সুস্থভাবে নিঃশ্বাস নেবো, সোনার বাংলাদেশে।