জীবন ভর কাজ-কর্মের, শুরু আছে যার,
একটা সময় পরে দেখবে, শেষও আছে তার।
অতি ভোরে দিনের কাজ, করবে তুমি শুরু,
হবে কাজ দিন শেষে, সন্ধ্যা বেলায় পুরো।
কাজে যাওয়ার আগে তুমি, পেট ভরে খাবে,
যখন কাজের মাঝ বিরতি, আবার ক্ষিদে পাবে।

সারাজীবন যত কাজ, করবে  তুমি ভবে,
চেষ্টা করলে কিছু কাজের, শেষও দেখা যাবে।
এমন কিছু কাজ আছে, কাজের শেষ নাই,
এ জীবনে বহু কাজ,  এমন দেখতে পাই।
সৃষ্টিকর্তার অপার কৃপায়,  আসলে তুমি ধরায়,
ছায়ার মত জীবন যুদ্ধ,  সামনে এসে দাঁড়ায় ।

এ ধরাতে থাকতে হলে, জীবন যুদ্ধ চলে,
সারাজীবন পদে পদে, চলে বলে বলে।
ঘরে যুদ্ধ বাইরে যুদ্ধ,  যুদ্ধ কোথায় নাই?
স্নায়ুর যুদ্ধ চলতে চলতে, বৃদ্ধ হয়ে যাই।
শিশু-কিশোর আবাল-বৃদ্ধ, জীবন যুদ্ধে মাতে,
দম যখন শেষ দরজায়, বিদায় শূন্য হাতে।

গায়ের সাথে মনের যুদ্ধ, মাথার সাথে চিন্তার,
পেটের সাথে খাওয়ার যুদ্ধ, মাড়ির সাথে দাঁতের।
শ্রমিক মালিক যুদ্ধে লিপ্ত, অর্থের সাথে কাজের,
নেতার সাথে কর্মীর যুদ্ধ, পরের সাথে স্বার্থের।
পড়ার সাথে ছাত্র-ছাত্রীর, রোগীর সাথে ধাত্রীর,
জীবনের সাথে ভীষণ যুদ্ধ,  মন্দ পাত্র-পাত্রীর।

সজীব ভূমি, বিরান ভূমি, যত ভূমি দেখো,
ঘাটে ঘাটে পদে পদে, জীবন যুদ্ধ শেখো।
জীবন যুদ্ধ চালিয়ে যাবে, তার পাবে না প্রান্ত,
দম ফুরালে প্রমাণ হবে, সব ধারণা ভ্রান্ত ।
এ জীবনে হাজার যুদ্ধ, দেবে পাড়ি বেশ,
ইহ জগৎ ছেড়ে যাবে, জীবন যুদ্ধ শেষ।