সুধাময় পৃথিবীতে যতকিছু পাই,
জল আর জীবনের সমতূল্য নাই।
জীবন বাঁচাতে জল, বাঁচে প্রাণীকুল,
জলে বাঁচে জান মান জলে ফুটে ফুল।


ভাবনাটা মনে আসে ভাবি বারবার,
জনপদ জল ছাড়া হয় ছারখার।
নীলাকাশে চোখ মেলে দিন চলে যায়,
চড়া রোদ কড়া লাগে কান্নাভেজা গায়।


জলের অভাব হলে ধুঁকে ধুঁকে মরে,
গাছপালা শূন্য হয়ে প্রাণীকুল ঝরে।
মাটি পুড়ে ছাই হয়ে উঠে হাহাকার,
হাহুতাশে ঘরবাড়ি ছাড়ে পরিবার।


জল পেলে গাছে ভরে ধুধু বালুচর,
জন্মায় মুকুল আর গড়ে বাড়িঘর।
নেচে-গেয়ে ভরে তুলে কত সুমী রুমী,
প্রাণীকুলে পূর্ণ হয় শূন্য মরুভূমি।


বুকফাটা পিপাসায় খুঁজে ফিরি জল,
রস পেলে মাঠ হয় শস্য শ্যামল।
মানুষের প্রয়োজনে ধান নদী খাল,
পরিমিত জলে উড়ে জীবনের পাল।


জান নিয়ে বিচরণে জলে বাঁচে প্রাণ,
জগতের এই রীতি বিধাতার দান।
করবে না অপচয় অবহেলা আর,
পরিমিত জল তুমি করো ব্যবহার।