যদি তুমি জ্ঞানী হও,
গুণী নও কেনো ?
মন্দ নয় ভালো কাজ,
এমন হয় যেনো ।
এমন ভালো কাজ করো,
যাহা থাকে মনে,
কথা বলো এমন ভাবে,
যাহা মানুষ শোনে ।

তোমার জীবন সাঙ্গ হবে,
চলে যাবে তুমি,
আমার আমার যতো বলো,
পড়ে থাকবে জমি।
মালিকানা হারাবে তুমি,
হবে হাত বদল,
নতুন মালিক পাবে জমি,
নেবে তার দখল।


ছিলেন যতো মহাপুরুষ,
জীবনে ছিলো আলো,
তাদের কথায় মন্দ মানুষ,
মন্দ থেকে ভালো ।
যাঁরা ছিলেন মহাপুরুষ,
মহাকাজ করে,
মানবতার সেবা করে গেছেন,
সারাজীবন ধরে ।