জীবন সে তো ছোট নয়
অনেক বড় কিছু,
সারাজীবন ছুটে চলে
ভালোবাসার পিছু।
কেউবা চায় ধন সম্পত্তি
কেউবা নর-নারী,
আবার কেউ শখের বশে
গড়ে বাড়ি গাড়ি।
চোর যখন চুরি করে
চুরি করাই নেশা,
চুরির কাজ ভালোবেসে
ধরে এমন পেশা।


কেউবা চালায় বালাখানা
পায়ে নূপুর বাজে,
সবার যাতে দৃষ্টি কাড়ে
তেমন করে সাজে।
কেউ কেউ খেলার পাগল
দর্শক সারি ভরে,
খেলার প্রতি দখল থাকে
খেলা দেখার পরে।
ভালোবাসা প্রকাশ করে
যার যেমন আশা,
বাইজী বাড়ি খেলার মাঠ
ওদের ভালোবাসা।


হৃদয় জুড়ে সারা জীবন
এমন ভালোবাসা,
বস্তা পঁচা চিন্তা ভাবনা
হৃদয় অন্তর ঠাঁসা।
চুরি জারি বাইজীর বাড়ি
সময় ব্যয় করে,
সঠিক পথে কেউ ফিরে না
একই রাস্তা ধরে।
এমন কিছু ভালোবাসা
যা না হলেও চলে,
ভালোবাসা শেষ হয়
মৃত্যুর কোলে ঢলে।