প্রয়োজনে একে অন্যে কথা বলে বলে,
অর্থ আর স্বার্থ দেখো পাশাপাশি চলে।
কে রাখলো কুলমান কে করলো দান,
এই সুযোগ না দিয়েই রাখে পেরেশান।


মান যায় যাক তবু ভাবনাটা জাগে,
স্বার্থটা মাথায় নিয়ে অর্থ দেয় আগে।
একে অন্যে হাবভাব হয় বিনিময়,
হিসাব মিলাতে তারা করে নয়ছয়।


অর্থ দিয়ে স্বার্থ বলে দাঁড়াওনা ভাই,
আমারটা পাই পাই আগে বুঝে যাই।
ভূড়িভোজ পরে করো তার আগে কাজ,
জামা জুতা আগে পড়ো পরে মহারাজ।


কথা কাজ এক হলে উভয়েই হাসে,
যার যার পথে হেঁটে ভাসে উল্লাসে।
অর্থ পেয়ে কানা মোনা এক হয়ে যায়,
দ্রুতবেগে সেই কাজ সেরে দিতে চায়।


এটা কোন ঝোঁক নয় জগতের রীতি,
নিজ স্বার্থ বুঝে নিতে নেই ভয়ভীতি।
কাজ করে ভাগ নিতে চায় বিনিময়,
অসময়ে লোভে পড়ে যাতনাও সয়।


মানিকূলে মান নাই প্রতিকূলে বান,
স্বার্থটা বুঝে নিতে বিদারুণ টান।
এর চেয়ে ঢের ভালো চেপে যাও সব,
দূর থেকে চেয়ে দেখো মিটে কলরব।