হঠাৎই পড়া শুরু মেঘ থেকে জল,
কলকল বাতাসের সাথে কোলাহল।
জলে নেমে শিশুদের চেঁচামেচি শুরু,
মেঘ দেখে খুশি মন করে নেয় পুরো।


গরমের যাতনায় শিশুমন ভারী,
মেঘ দেখে জলে নেমে আসে তাড়াতাড়ি।
আর নয় বিদঘুটে গরমের ঘরে,
হৈ-হুল্লোড় শুরু করে হাতে জল ধরে।


কেনো জানি থেমে গেলো এই কোলাহল,
চেয়ে দেখি বন্ধ হলো মেঘ বৃষ্টি জল।
বাতাসের তাড়া এসে মেঘ ঠেলে নিলো,
সেই রোদ ফিরে এলো যেই রোদ ছিলো।


এই রোদ এই মেঘ চঞ্চল বৈশাখে,
আজ দেখি মিশে গেছে জীবনের বাঁকে।
মেঘ থেকে ছুটে এসে ছিটেফোঁটা পড়ে,
মেঘমাখা রোদ দেখি আরো বেশি চড়ে।


মেঘ থেকে জল পড়া ক্ষণিকের চাল,
মেঘগুলো শিশুদের শুনে গালাগাল।
এই বুঝি শেষ হলো বৈশাখী টান,
জ্যৈষ্ঠমাখা মধুমাস পাবে গুণগান।


বৈশাখের ঘাড়ে চড়ে করে ফুসফাস,
আম জাম পাকা ফল দেবে মধুমাস।
জ্যৈষ্ঠ আসে মধু মাসে পেকে যায় ফল,
বাগানেই নেমে যায় জনতার ঢল।