পুকুর পাড়ে যদি যাও আলো তুমি চলো,
ভাদ্র মাসে কতো জল দেখে এসে বলো।
সাদা মেঘে ছেয়ে যায় ঢাকা পড়ে রোদ,
মেঘে ঢাকা কেটে যায় রোদে জাগে বোধ।
বর্ষা গেলো বৃষ্টি নাই পুকুর আছে খালি,
গিয়ে দেখো তলদেশে দেখা যায় বালি।


ভাদ্র মাসে স্বল্প জলে মাছ মরে সাফ,
কাঠ ফাটা রোদ উঠে জল চায় মাফ।
রোদ লেগে শুষ্ক মাটি জল শুষে নেয়,
জল নেমে তলদেশে আস্তে আস্তে দেয়।
খাড়া রোদ জল খায় মাটির কি দোষ?
বর্ষাকালে বৃষ্টি ছাড়া মাটির নাই হুঁশ।


মানবকূলে হুঁশ নাই দেখে এই দৃশ্য,
জল ছাড়া খালি হয়ে পুকুর আজ নিঃস্ব।
তলদেশে মাটি দেখে পাখি করে নাচ,
খালি পুকুর সহ্য করে রোদ তাপ আঁচ।
বর্ষা শেষে এই পুকুর জলশূন্য ভূমি,
ঋতু ভ্রম হাহাকার দেখে আসো তুমি।


এ সময়ে দেখা যেতো জলে ভাসা মাছ,
কাঠ ফাটা ভূমি পেয়ে দখল নিচ্ছে গাছ।
মাছ ধরা বাদ দিয়ে ঘরে তোলা জাল,
বুক ফেটে কান্না আসে দেখে ঋতুর হাল।
আকাশ পানে চেয়ে চেয়ে দিন চলে যায়,
চড়া রোদ চোখে লাগে আরো কান্না পায়।


বিচিত্র এই ঋতু দেখে মনে শুধু ভয়,
জল ছাড়া চাষাবাদ কেমন করে হয়?
মেঘ দেখে মনে জাগে আশা এক বুক,
এ বছর পাগল ঋতু কেড়ে নিলো সুখ।
বৃষ্টি ছাড়া এই মন ভেঙ্গে খান খান,
এর আগে দেখি নাই জলশূন্য বান।