হেমন্তের আগমনে ভ্রমণের সাধ,
মনে উঠা আনন্দ কেনো যাবে বাদ?
ভ্রমণের সাধ নিতে দলবেঁধে আসি,
কাপ্তাই হ্রদে এসে জল ভালোবাসি।


চারিদিকে ভরা শুধু  থৈ  থৈ  জল,
কলকল সুর তুলে করে বিহ্বল।
সুখের দুয়ারে মনে তালকানা উঠে,
সুশীতল জলে তরী অজানায় ছুটে।


ছোট ছোট টিলাগুলো ভাসমান জলে,
জলে ভাসা তরুছায়া যেন কথা বলে।
আকাশের কালো মেঘ করে ঘুরঘুর,
কানফাটা আওয়াজে মনে বাজে সুর।


ঢেউগুলো ছুটে এসে নায়ে চাপা খায়,
দোল দিয়ে শখটাকে ছুঁয়ে দিয়ে যায়।
ঝলমলে জলে ভেসে মনে লাগে দোল,
চেয়ে থেকে মাঝিভাই খুঁজে উপকূল।


চারিপাশে জলে ভাসা পেদা টিংটিং,
পেট ভরে খেয়ে নিতে ছুটি ডিংডিং।
মোটেলের কাছে এসে নেমে যাই টানে,
চারিদিকে জল দেখে মন ভরে গানে।


এই হ্রদে মজা নিতে যদি তুমি চাও,
তীরে এসে চেয়ে দেখো জলে ভাসা নাও।
হুট করে উঠে যাও দরদাম করে,
মন ভরে মজা নিয়ে ফিরে যাও ঘরে।