জল পড়ে পাতা নড়ে পাতার কি দোষ?
পর ধনে মই দিয়ে পরে আসে হুশ।
পাতা যদি সোজা থাকে কিছু জল রাখে,
আস্তে আস্তে পানি ছেড়ে তার গায়ে মাখে।
জল ধরে ভেজা পাতা ভারী হয়ে যায়,
গায়ে পড়া জল ধরে পাতা কষ্ট পায়।


মূলে টেনে জল নেয় জলে পাতা বাঁচে,
জল ধরে কষ্ট করে বেঁচে গিয়ে নাচে।
যেভাবেই পাক জল, তার বাঁচা চাই,
জল ধরে বেঁচে গেলে তার দুঃখ নাই।
থাকে যদি জল ছাড়া পুড়ে হবে ছাই,
পাতা জল গড়াগড়ি তারা ভাই ভাই।


জল পেয়ে গাছ বাঁচে তাতে পাতা ধরে,
গাছ থেকে জল ছাড়া পাতা ঝরে পড়ে।
জান বেঁচে মান থাকে তার মূল্য বুঝে,
উপকার করে থাকে জল বুঝেসুঝে।
গাছপালা বালি মাটি জল খেয়ে নেয়,
গোড়া থেকে শুষে নিলে আরো জল দেয়।


জল খেয়ে বড় হয়ে গাছে ফল আসে,
বেঁচে থেকে সব গাছ জল ভালোবাসে।
জীবজন্তু যতো আছে জলে মুক্তি মেলে,
ধরণীতে বেঁচে যায় কাছে জল পেলে।
জল থেকে বল পায় বন গড়ে উঠে,
ছোট গাছ বড় হয়ে তাতে ফুল ফুটে।


জল ছাড়া গাছপালা বেঁচে থাকা দায়,
গাছপালা খাদ্য রস মাটি থেকে পায়।
জীবজগত প্রাণীকূল বেঁচে যায় জলে,
মরণদশা লেগে যায় জল বন্ধ হলে।
প্রাণ নিয়ে বিচরণ জল আর স্থলে,
জলে করে প্রাণ রক্ষা বাস্তবতা মেলে।