পাহাড়ি শ্যামল বনে ভোরের হাওয়া,
দোলে মন খুলে পায় পাহাড়ি দাওয়া।
মন পায় নির্মলতা প্রাণে উঠে সুর,
গান গেয়ে মন বলে যাবে কত দূর।


পূর্বাকাশে রবি উঠে উঁকি দিয়ে দেখে,
পদচিহ্ন দিয়ে যায় গায়ে রঙ মেখে।
আবারো আসবো ফিরে এই ভাবনায়,
বারেবারে দেহ মন ফিরে ফিরে চায়।


প্রভাতের রঙধনু মনে দাগ কাটে,
সবুজের সমারোহ কোলে পিঠে বাটে।
পাহাড়ের জলছবি মনে তুলে ঘর,
মন জুড়ে তপোধন করে সরোবর।


চরণে বরণ করে সুশীতল বন,
টিপে টিপে ভোগ করে নিদারুণ ক্ষণ।
রবি রূপে হেসে উঠে তৃণ-তরুলতা,
ঝলমলে আলো পেয়ে ফুটে উঠে কথা।


গায়ে তার গাছপালা পাদদেশে জল,
পাহাড়ের উঁচু টিলা পিঠ সমতল।
রাঙামাটির উঁচু পিঠে হেঁটে যেতে বেশ,
বাতাসের ছোঁয়া লেগে এলোমেলো কেশ।


সবচেয়ে উঁচু এই পাহাড়ের পিঠে,
রবি থেকে রঙ নিয়ে সেজে আছে ভিটে।
এমন মধুর ক্ষণে মনে বাজে বীণ,
ভোর হয়ে শুরু হলো ঝলমলে দিন।