মাধবী মালতী ঘিরে কানে আসা সুর,
মউ বনে সুর শুনে কবে হবে ভোর?
অলীগুলো ঢাকা আজ ঘন কুয়াশায়,
উড়ে এসে মধুকর ঘুরে ঘুরে যায়।


দুপুরের রোদ পড়ে শিশিরটা কাটে,
মধুকর ছুটে এসে অলীগুলো ঘাঁটে।
বসন্তের ছোঁয়া ছাড়া ফুটে নাই ফুল,
মধুকর অলী ঘেঁটে বুঝে উঠে ভুল।


মৌমাছির গুনগুন শুনে ভাবি আজ,
কবে পাবো মউ বনে ফাগুনের সাজ?
এই বুঝি মাঘ যায় ফাগুনটা ডাকে,
মউ বনে মধুকর আসে ঝাঁকে ঝাঁকে।


ঘুরে যায় মধুকর আশা-নিরাশায়,
অলী দেখে ঘেঁটেঘুঁটে ফিরে ফিরে চায়।
মউ বনে অলী থেকে কবে হবে ফুল,
মধু নিতে পাপড়িতে বসে খাবে দোল।


অলী থেকে ফুল ফুটে ফাগুনটা আনে,
মধুকর ছুটে আসে ফুলবন পানে।
বেলী জবা জুঁই আর মালতীর হাসি,
মধু ছাড়া অলীগুলো এখনো যে বাসি।


শেফালী বকুল আর গোলাপের গায়,
মধু লোভে মধুকর কত আসে যায়।
সারাদিন কানে আসে গুনগুন সুর,
ঝলমলে ফাগুনটা আর কত দূর?