আমার মনের ঝর্ণারে তুই, তোর চোখেতে জল,
দেখতে আমি বারবার আসি, তোরই আঁচল তল।
এ হৃদয়ের আনন্দ তুই, তুই তো আমার সব,
তোকে ছেড়ে  দূরে থাকা, সত্যিই অসম্ভব ।
খাড়া পাহাড় তাড়া করিস, পাথর ছুঁয়ে  ঝরিস,
এমন জোরে নিচে পড়িস, বেহালার সুর ধরিস।


তোর বুকের প্লাবন জলের, মন মাতানো সুর,
কেমন করে ভুলবো তোকে, সে তো অনেক দূর।
চোখ জুড়িয়ে গুনগুনিয়ে, মন যে কথা কয়,
আঁচলে তোর বাঁধি মন, তা তো গোপন নয় ।
তুই যে আমার নয়ন মনি, আজ করে নে সাজ,
প্রাণ ভরে আজ দেখব তোকে, ভয় কেন তোর আজ?


ঘুমের ঘোরে স্বপ্নে তোরে, কতই স্বপ্নে দেখি,
তোকে ছাড়া দূর-প্রান্তরে, কেমন করে থাকি ?
তোর মায়া আমার প্রাণে, চঞ্চল আমার মন,
এ হৃদয়ে রাখবো তোকে, আশা প্রতিক্ষণ ।
ভরা  বর্ষায় ঝরা পানি, এঁকে বেঁকে চলে,
গুনগুন সুরে আমার মনে, কত যে কথা বলে।


মন মাতানো সুরে সুরে, ঝরে ঝর্ণার জল,
শিশু কিশোর ছেলে বুড়ো, সবাই তোর পাগল।
পাথরে গড়ানো শীতল জল, পড়ছে নিচে ঝরে,
কেন যে তুই  ডাকিস আমায়, এমন করুণ  সুরে?
তোর বুকের শীতল জলে, রাখলাম আমি পা,
আমার মনের সব অবসাদ, ধুয়ে নিয়ে যা।