পাহাড়ের চূড়া থেকে ছিটে আসা জল,
শিহরণ গায়ে তুলে বাড়ে মনোবল।
খুশির জোয়ার এনে খেলা করে মন,
সারা মনে ঢেউ উঠে জাগে শিহরণ।


সুর আর মননের সুখকর বাণী,
ঝর্ণার জলে গেলে করে কানাকানি।
যত জল গায়ে পড়ে ততো ঝরে সুখ,
বাণীসহ সেইসাথে থাকে হাসিমুখ।


স্বচ্ছ জলের ধারা আড়াআড়ি পড়ে,
খাড়া জল মন জুড়ে ঘুরঘুর করে।
এই মন তার কাছে যেই ছুটে যায়,
গুনগুন সুর তোলে সুখে দাঁড় বায়।


চূড়া ঘেঁষা ঝর্ণাটা আনন্দের খনি,
পাহাড়ের গায়ে পড়ে সুর তোলে ধ্বনি।
সারা মনে আনন্দ দেয় দৌড়ঝাঁপ,
ঝর্ণার ছোঁয়া লেগে মলিনতা সাফ।


গিরিপথে যদি হও ঝর্ণার সাথী,
মন পাবে অমলিন তেল ছাড়া বাতি।
আঁধারের ঘনঘটা আলোতে দখল,
হাইতোলা মন পায় সাথে সাথে ফল।


গিরিপথে ঝিরি জুড়ে নেই কোলাহল,
নীরবেই ছুটে চলে সুশীতল জল।
কালি দাগ যত দেয় মন জুড়ে হানা,
গিরিপথে হেঁটে গেলে মুছে ষোল-আনা।