না বুঝেই করে ফেলে মস্তবড় ভুল,
রঙঢঙ আগে করে পরে গণ্ডগোল।
বর এসে করে শুরু মুখে রামনাম,
সাজ সাজ বিয়েবাড়ি চলে ধুমধাম।


পাকা কথা না বলেই বিয়ে আয়োজন,
বর পক্ষ পেয়ে বসে দেয়া-নেয়ায় মন।
উড়ে এসে জুড়ে বসে শর্ত জুড়ে দেয়,
ধনদৌলত কত আছে তার খবর নেয়।


ছাই ঢাকা মিথ্যা বলে করে ওকালতি,
ফাঁকে পড়ে কনের বাবা দমে ঊর্ধ্বগতি।
ছাতা হাতে উকিল বেটা মাথা নষ্ট করে,
বরের দোষ গোপন করে উচ্চবাজি ধরে।


পরের ঘাড়ে চড়ে বসে লেনদেনে নামে,
জামাই বাবু কথা কয় শ্বশুর বাবা ঘামে।
শ্বশুরবাড়ি জিন্দাবাদ হাজার মণ ঘি,
গায়ে সয় পিঠে লয় তার বা তাতে কি?


ধীরেধীরে প্রত্যাশাটা আরো বেড়ে যায়,
শ্বশুরবাড়ির জমিজমা সব নিতে চায়।
জমিজমা সব খেয়ে চায় কলা দুধ,
ভিটেমাটি বেচে করে ধারকর্জ শোধ।


যৌতুকের নাম নিয়ে টাকা চেয়ে বসে,
টাকার জন্য বর-কনের সম্পর্কটা ধসে।
কনের গায়ে মারধর কথা চালাচালি,
অবশেষে কনে হয় যৌতুকের বলি।