যুগের হাওয়া যুগের সাথে
দ্রুত বদলে যায়,
চাঁদ বদনী লক্ষ তারায়
খুঁজে পাওয়া দায়।
হারায় ধন হারায় বন
নতুন চাঁদ উঠে,
চাঁদ বদনী পাগল হয়ে
যুগের দিকে ছুটে।
গরীব মানুষ ধনী হয়
ধনী হয় গরীব,
যুগের হাওয়া পাল্টে দেয়
উল্টে পাল্টে জরিপ।


কিছু মানুষ আঁকড়ে থাকে
প্রাচীন মতবাদে,
ধন সম্পদ সব হারিয়ে
হুশ ফিরলে কাঁদে।
কেঁদে যখন অস্থির হয়
এক সময় বুঝে,
প্রাচীন চিন্তায় মগ্ন থেকে
হারিয়ে ধন খুঁজে।
যুগের হাওয়া পাড়ি দিয়ে
দিন বদলে যায়,
দিন বদলে হাঁপিয়ে উঠে
শক্ত ধাওয়া খায়।


লুঙ্গি ছেড়ে পেন্টটা পড়ে
কেমন করে হাটে,
দিন বদল জানান দিতে
প্রাচীন মত ঘাটে।
আতুর ঘরে হাতরে বেড়ায়
বেজায় খুশি হয়ে,
নতুন রাস্তা খুঁজেই চলে
যাবে কেমনে সয়ে।
বিনা জলেই সাঁতার কাটে
ছেড়ে নাওয়া খাওয়া,
একটা সময় বুঝে উঠে
এটা যুগের হাওয়া।