পাড়া গাঁয়ের মানুষ এসে সবাই দেখে যায়,
ঘরে বসে নতুন জামাই পান-সুপারি খায়।
          জামাই এলো শ্বশুরবাড়ি
          রান্না-বান্নার ছড়াছড়ি
মুখে মুখে জামাই আসার খবর তারা পায় ।


বাড়ির সকল খোকাখুকী হুমড়ি খেয়ে আসে,
সবাই তখন চেপে বসে দুলাভাইয়ের পাশে ।
          খুকীরা সব ঘাড়ে উঠে
          জামাই বাবুর ঘাম ছুটে
কনে এসেই হাত পাখায় হাওয়া দিতে বসে ।


শালা শালীর এই খবর আগে থেকেই ভাবে,
জামাই বাবু শ্বশুরবাড়ি বুঝে শুনেই যাবে ।
          শ্বশুড়বাড়ির পথ ধরে
          চকলেট কিনে ব্যাগে ভরে
শালা শালী চকলেট পেলে তবেই মাফ পাবে।


বসার আগেই শুরু করে সবাই টানাটানি,
বাচ্চারা সব বলেই উঠে ব্যাগ কোথায় জানি।
          শালা শালী হাসির ফাঁকে
          খাটের নিচে লুকিয়ে রাখে
জামাই বাবু খুঁজেই চলে ঘরের কোনাকানি ।


জামাই বাবু ব্যাগটা এনে ওদের হাতে দেয়,
ব্যাগ খুলে চকলেট পেয়ে ইচ্ছে মতোই নেয়।
          হেসে হেসেই হাতটা নেড়ে
          দুলাভাইকে চিমটি মেরে
মুঠো ভরে চকলেট পেয়ে তবেই ছেড়ে যায়।


আগের দিনের এই মজা এখন কই গেলো?
কলি কালের যুগের হাওয়া সবই গিলে খেলো।
          জামাই আসে কেউ জানে না
          সামাজিকতা কেউ মানে না
বন্ধু স্বজন বাদ রেখে জামাই পেলেই হলো ।