সাগরের জলে আজ জোছনার হানা,
সারা গায়ে মেখে নিতে নেই কারো মানা।
চারিদিকে  থৈ  থৈ  নীল জলরাশি,
তার কাছে যেই যায় বলে ভালোবাসি।


জোছনার আলোছায়া দেখে ভরে মন,
প্রীত মনে ঝড় তোলে তীর ছোঁয়া বন।
ঢেউ থেকে ভেসে আসে নীলাভের ছায়া,
মনটাকে নীল করে রেখে যায় মায়া।


জলে ভেসে সাদা আলো নীল হয়ে ফুটে,
তীর থেকে দূর জলে মন প্রাণ ছুটে।
নীল জলে এই মন দূরে আসে যায়,
প্রাণ ভরে মন ভরে মরি হায়হায়।


নীল ঢেউ ছুটে আসে সাদা ফেনা তোলে,
জোছনার আলো বেয়ে ছিটে আসে কূলে।
বাঁধভাঙ্গা সুখ নিয়ে উঠে আসে ঢেউ,
অতি সুখে নাচানাচি করে কেউ কেউ।


ঢেউ দেখে মনে হয় জোছনার ভেলা,
চাঁদরাতে জোয়ারের জমে উঠে খেলা।
উচ্ছ্বাসের রোল পড়ে তীরে জমা ভীড়ে,
মন প্রাণ পড়ে থাকে নীল জল ঘিরে।


ছায়ামাখা জোছনার সীমাহীন ঘোর,
ঢেউ তোলা নীল জলে প্রাণে উঠে সুর।
সুখস্মৃতি ভরে দেয় সাগরের কূল,
নীল জলে ফুটে উঠে জোছনার ফুল।