কোথায় থেকে আসে পানি, কোথায় চলে যায়,
সাগর তুমি বলো দেখি, তোমার সীমানা কোথায় ?
তোমার এখন ভাটার টান, নেমে যাচ্ছে পানি,
ভেসে উঠছে শুকনা বালি, এটাই আমরা জানি।


তোমার বুকে এতো পানি,  জোয়ার তুলে দেখো,
জোয়ারের পানি নামিয়ে নিয়ে, কোথায় তুমি রাখো?
আবার যখন ধেয়ে আসো, বালির মাঝে ছাকো,
জোয়ার এনে তীরে এসে, কেমনে তুমি থাকো?


শামুক ঝিনুক তীরে রেখে, আবার চলে যাও,
ছেড়ে দিয়ে শামুক ঝিনুক, কিসে মজা পাও ?
তোমার গায়ে খালি পায়ে, আমরা যখন হাঁটি,
ফাঁকে ফাঁকে ঢেউ এসে, বিছায় ফেনার পাটি ।
গায়ে তোমার বালু চর, তোমার ফেনা খায়,
বালুর উপর ফেনা পড়ে, তা মিলিয়ে যায় ।


দিন রাত বালুর সাথে, একই খেলা কর,
তোমার পানি নামিয়ে নিয়ে, শুকনা করে ছাড় ।
উত্তর তুমি দেবে না জানি, তবু বলে যাই,
বালি জলে হেঁটে হেঁটে, বলেই শান্তি পাই ।