প্রতিদিন টেলিফোনে এক কথা শুনি,
দিন শেষে বাসি হয় যত ক্ষণ গুনি।
কাল কাল বলো বন্ধু আজ কেনো নয়,
ভালোবাসা ফিকে হলে কি করে তা সয়?


পথ চেয়ে আনমনে মন জুড়ে সাজ,
দিন যায় রাত যায় কাল হয় আজ।
টেলিফোনে কত বলি নেই কোন ভয়,
শুভক্ষণ করে বাসি কাল কেনো হয়?


দিন শেষে সারারাত তারা গুনে যায়,
কাল যেনো বন্ধু আসে সেই অপেক্ষায়।
আশাগুলো বাসা বেঁধে ভরে উঠে ঘর,
প্রতিদিন কাল বলে তুমি করো পর।


ভালোবেসে মন সাজে ভুলে জাতপাত,
কবে বন্ধু দেখা পাবো ভাবি দিনরাত।
সেজেগুঁজে বেলা শেষে হয়ে নিরূপায়,
সব সাজ প্রতিদিন অকারণে যায়।


দোল দোল মনে উঠে করে ঠাসাঠাসি,
দোলা মনে সুর দিতে প্রেম খুঁজে বাঁশি।
মায়াটান সুখস্মৃতি সবকিছু ভুলে,
আজ নয় কাল বলে আশা তুলো শূলে।


ভালোবাসা যদি চাও হাতে নাও বাঁশি,
কাছে বসে দেখে যাও ঠোঁটকাঁপা হাসি।
প্রীতিডোরে জল ছাড়া পাল তুলে নাও,
কাল নয় আজ তুমি ডাকে সারা দাও।