বৈশাখ মাসে কালবৈশাখী, ডেকে আনে বান,
হঠাৎ করে যখন তখন, আসে ঝড় তুফান ।
মেঘ আকাশে ঈশান বায়ু, মেঘ কন্যা ডাকে,
ঝুম ঝুমা ঝুম বৃষ্টি ঝরে, ঝড় তুফানও থাকে ।
ঝড় তুফানে আম বাগানে, ঝরে পড়ে আম,
কৃষকের কাছে কালবৈশাখী, সর্বনাশা নাম ।

উড়িয়ে নেয় ঘর বাড়ি, ভেঙ্গে পড়ে গাছ,
পাড় ভেঙ্গে বেরিয়ে যায়, পুকুর জলের মাছ।
জলাবদ্ধ হয় জমি জমা, বন্ধ জমির চাষ,
পানির তোড়ে ভাঙ্গে বাঁধ, বানে সর্বনাশ ।

কালবৈশাখীর বাজ পড়ে, অনেক মানুষ মরে,
মুষলধারে বৃষ্টির সাথে, শিলা বৃষ্টি ঝরে ।
ভেঙ্গে পড়ে কৃষককুল, ফসলের মাঠ নষ্ট,
বয়ে বেড়ায় সারা বছর, শিলা বৃষ্টির কষ্ট ।
কেন হয় কালবৈশাখী? কৃষক ভাবে মনে,
বান  হলো প্রাকৃতিক দুর্যোগ, ভাবে জনে জনে।

যখন উঠে ঘূর্ণিবায়ু, কাঁপন ধরে মনে,
চলিয়ে যায় ধ্বংসলীলা, কাঁদে প্রতিজনে।
শূন্য মাটি পড়ে থাকে, যে দিক দিয়ে যায়,
জিনিস পত্র নাড়ু বানিয়ে, আকাশে উড়ায় ।

কালবৈশাখী বড়  দুর্যোগ,  এড়াবার সুযোগ নাই,
দুর্যোগ যখন ধেয়ে আসে, সতর্ক হয়ে যাই।
প্রকৃতির এই দুর্যোগকালীন, জীবন বাঁচাই  আগে,
জীবন  বাঁচলে  সকল  সপ্ন, বাঁচিয়ে রাখা যাবে।