কাপ্তাই হ্রদে গেলে জলে ভাসে মন,
জল থেকে সুখ তুলে চলে বিপনন।
মন জুড়ে জল ছায়া করে হাঁটাহাঁটি,
দোলে মন খুলে দ্বার হয় পরিপাটি।


টলমল জল দেখে জনতার ঢল,
রবি এসে ভোর হলে বাড়ে কোলাহল।
দলবেঁধে জলযানে যায় সুভলং,
বেজে উঠে ঢাকঢোল করে রংঢং।


ভাসমান যানগুলো একে একে ছুটে,
হইচই লেগে যায় কলরব উঠে।
বাতাসের তাড়া খেয়ে জলে উঠে ঢেউ,
ভাসা জলে সুর তাল টানে আমাকেও।


হ্রদের মধ্যমণি জলে ভাসা টিলা,
খাবারের থালা নিয়ে চাটাইয়ের ভিলা।
টিলা জুড়ে গাছপালা তৃণলতা ঘেরা,
পেদা টিংটিং যেনো ভুঁড়িভোজে সেরা।


জলে ভাসা ঢেউগুলো টিলা ঘেঁষে যায়,
চাটাইয়ের ঘরে বসে ঢেউ দেখে খায়।
হ্রদ থেকে ধরা মাছ ভেজে দেয় পাতে,
তাজা মাছে ঠোঁটে স্বাদ পায় হাতেনাতে।


জলে ভেসে বেড়ানোর যত সুখস্মৃতি,
পেদা ভরে সুর তুলে টিংটিং গীতি।
আনন্দ ভ্রমণে কাপ্তাইয়ে চলো,
হৃদয়ের সব কথা মন খুলে বলো।