কাপ্তাই হ্রদে আজ জলে ভাসা কূল,
হ্রদে এসে মনে লাগে প্রীতিময় দোল।
পাহাড়ের পাদদেশে ফুঁসে উঠা জল,
মনের দুয়ার খুলে করে বিহ্বল।


আকাশের সব নীল আজ দেখি জলে,
মনের গহীনে ঢুকে ধীরে কথা বলে।
এতো জল ভরে তল পাড়ে এলো উঠে,
নীলাভ জলের নিচে কালো ঘুটঘুটে।


থেকে যেতে মন চায় হ্রদের কিনারে,
নীল জলে দুই চোখ যায় বারেবারে।
জল দেখে মন বলে মরি হায়হায়,
নীল জলে ভেসে মন নীল হয়ে যায়।


হ্রদ জুড়ে ছোট ছোট পাহাড়ের টিলা,
টিলা ঘিরে গড়ে উঠা চাটাইয়ের ভিলা।
ঘর করে টিলা জুড়ে করে বসবাস,
পাশাপাশি চাষ করে একপাল হাস।


হ্রদ হতে যত মাছ ধরা পড়ে জালে,
ভরা জাল টেনে তুলে পাহাড়ের ঢালে।
নাও ভরে মাছ নেয় বাজারের ঘাটে,
ছুটে আসা পাইকার ডাক তুলে হাটে।


ছায়াময় কূল ঘেঁষা মূল জনপদ,
পাহাড়ি বনের মাঝে ঝলমলে হ্রদ।
ভ্রমণ পিপাসুরা এই জনপদে,
জনতার ঢল নামে কাপ্তাই হ্রদে।