শরৎ আছে চলমান ভুলা মন ভুলে,
সারি সারি কাশফুল ঠায় হালে দোলে।
দেখে যাই কাশফুল
বাতাসেই দেয় দোল
কাশফুল দোলা দেখে মন প্রাণ খোলে।


কাশবনে যদি তুমি যাও সন্ধ্যা সাঁঝে,
সারি বাঁধা ফুল দেখে মনে বীণ বাজে।
গুণ গুণ সুর উঠে
ফুল ঠেলে বায়ু ছুটে
ফুল দেখে সাথী খোঁজে এই মন লাজে।


মন করে উচাটন পরশটা খোঁজে,
ফুলে ফুলে গলাগলি দেখে চোখ বুজে।
দলে দলে লোক আসে
সাদা ফুল দেখে হাসে
কাশবাগে বহু লোক আসে প্রতিরোজে।


মনে প্রাণে ভালোবেসে কাশবাগে ঘুরে,
ঘুরে ঘুরে ভুলে যায় বাড়িঘর দূরে।
কাশফুল কাছে পায়
সবকিছু ভুলে যায়
সব এসে জড়ো হয় কাশবাগ মোড়ে।


এই দিনে যদি যাও কাশফুল বাগে,
সাদা ফুল দেখে দেখে ভুলা মন জাগে।
সারি সারি ফুল দেখে
নিজ মনে রঙ মেখে
পাবে শান্তি এ অন্তরে সন্ধ্যা নামার আগে।