কোথায় আছো বন্ধু তুমি দেখা দাও আসিয়া,
আমি যেনো দেখতে পাই হাসিয়া হাসিয়া।
আমার মনে বিষাদসিন্ধু
তোমায় নিয়া ভাবি বন্ধু
আমার মনের হাসিটুকু গেলো যে ফুরাইয়া।


আসি আসি বলে বন্ধু কেনো আসো না,
অতি আশায় কষ্ট তুমি আমায় দিও না।
কতো আশা মনে বান্ধে
তোমার জন্য পরাণ কান্দে
মন থেকে তুমি বন্ধু যাইয়ো না হারাইয়া।


বন্ধু তুমি জলদি আসো দেরি কইরো না,
তোমার জন্য মনের ব্যথা আর যে সয় না।
ভালোবাসায় নাই দ্বন্দ্ব
তোমার জন্য দম বন্ধ
বিনা দোষে আমায় বন্ধু দিও না ভাসাইয়া।


কেনো বন্ধু দেরি করছো মনটা মানে না,
তোমায় ছাড়া আমার মন কিছুই জানে না।
এখন তোমার কি যে হলো
তোমার কষ্ট আমায় বলো
বাড়ির সামনে তোমার জন্য রইলাম দাঁড়াইয়া।