মনে মনে কত বলি থাকবো না আর,
আসরটা ছেড়ে যেতে চাই বারবার।
ভালোবাসা ভালোলাগা কান পেতে শুনি,
ফিরে যেতে শুরু করে ফের গান বুনি।


থেকে যেতে যদি চাই হতে হবে কবি,
অকবির তকমায় ভাসে জলছবি।
কত আছে কবি ভাই নিজ ভাবনায়,
কবি হবো যত বলি তাতে নেই সায়।


ছেড়ে যেতে শুরু করে মোহমায়া লাগে,
সারাদিন ভেবে রাতে ফিরি আগেভাগে।
যেতে চেয়ে কেনো জানি মন ফিরে আসে,
আবারো তো মন যায় কবিতার চাষে।


কবিরা তো লিখে লিখে আসরটা ভরে,
দেখে হই শিহরিত কবিতার জ্বরে।
যেতে চেয়ে তবু ভাবি কিছু শিখে যাই,
আসরের লেখালেখি সে তো ভাইভাই।


মাঝে মাঝে মনে হয় লেগে থাকা ভালো,
একদিন হবো কবি ছড়াবে সে আলো।
ঘুরে আসা সময়টা যদি ভালো হয়,
লেগে থেকে করা যাবে কবি মন জয়।


বড় বড় কবি দেখে জাগে শিহরণ,
তাঁরা দেখি বসে থেকে করে অনশন।
অকবির কবিতারা পায় অবহেলা,
তাঁরা দেখে বড়দের কবিতার ভেলা।


কবি হতে মাঝ পথে পড়ি নিরাশায়,
আশাহত এ সময়ে পরাণটা যায়।
এ আসরে থেকে যেতে এখানেই ভয়,
পুরোপুরি বুঝে যাই কেউ কারো নয়।