গোলাপেই ফুটে হাসি গোলাপেই প্রেম,
গোলাপটা হাতে দিয়ে হয়ে উঠে শ্যাম।
কেউ ভাবে প্রেম হবে কেউ পায় ভয়,
সায় পেলে শ্যাম নয় রক্ত লাল হয়।


হৃদয়ের কূল ঘেঁষা প্রিয় মুখ যার,
কাছে গেলে হৃদয়টা করে তোলপাড়।
রক্ত লাল গোলাপটা গ্রহণের পরে,
ভালোবাসার সুযোগটা গোলাপই করে।


গোলাপটা সেতু গড়ে কাছাকাছি নেয়,
দুই মনে একসাথে মহা দোল দেয়।
অপেক্ষা শেষ হয়ে মনে ফুটে ফুল,
সারা মনে নাড়া দেয় গোলাপের দোল।


গোলাপের খোঁজ করে সারাদিন যায়,
ভেসে উঠে প্রিয় মুখ তার ভাবনায়।
বারেবারে মনে পড়ে যার মুখখানি,
সেই মুখ মনে আনে প্রেমময় বাণী।


গোলাপেই সুখ তার গোলাপেই সুর,
গোলাপের ঘ্রাণ নিয়ে যায় মধুপুর।
ধীরে ধীরে মধুপুরে গড়ে বাড়িঘর,
খাঁটি প্রেম আঁটি বাঁধে হয় সহচর।


মনে মনে ভালোবেসে যত থাকে ভয়,
গোলাপেই জীবনটা করে মধুময়।
যার মনে আঁটি বাঁধা খাঁটি প্রেম নাচে,
নির্ভয়ে যেতে পারো গোলাপের কাছে।