জীবন জীবিকার তরে দেখি ধর মার সুর,
চলার পথে স্বার্থ দেখেই যায় বহু দূর।
নিজের স্বার্থ ক্ষুন্ন হলে এটা বিপরীত,
চরিতার্থ হাসিল হলে গায় শিবের গীত।
দুনিয়াভর আজ দেখি ঘরে ঘরে লোভ,
স্বার্থহানি হলেই দেখি লোভ থেকে ক্ষোভ।


মনের লোভ উতলে পড়ে পুড়ে করে ছাই,
তার যে মনে তবু ভাব যদি কিছু পাই।
স্বার্থপর লোভী জীবন লোভে লোভে শেষ,
জ্বলে পুড়ে শেষ হলেও তবুও থাকে রেশ।
কারো আছে টাকার লোভ যতো টাকা থাক,
আস্তাকুঁড়ে টাকা পেলেও তাকে ডাকে বাপ।


কারো লোভটা ক্ষমতার, শীর্ষে উঠে মন,
চাহিদাটা মনেই পুষে রাখে আজীবন।
ধন গেলেও মন চলে এটা তার নীতি,
উজাড় করে ব্যয় করে নেই ভয় ভীতি।
ভিটে বাড়ি শেষ করে তবেই ক্ষান্ত হয়,
ভিক্ষার থলি হাতে পেয়ে মানে পরাজয়।


কারো দেখি খাবার লোভ যতো পায় খায়,
যতো দেবে ততই খাবে আরো দেখি চায়।
সব খাবার শেষ করে তবু পেট খালি,
খেতে দিলে গায়ে সয় যতো দাও গালি।
পেট যখন ভরে উঠে হয়ে যায় ঝোল,
এটা তো আর পেট নয় রাক্ষসের খোল।


লোভ থেকেই ক্ষোভ সৃষ্টি ডেকে আনে ধ্বংস,
মনের লোভ বিদায় করা মানবতার অংশ।
অন্তর থেকে লোভ ছেড়ে ভালো স্বপ্ন দেখো,
সমাজটাকে ভালো রেখে ভালো হতে শেখো।
লোভটাকে উপড়ে ফেলে সব ধান্দা ছাড়ো,
মানবতার ঢাল ধরো শুদ্ধ সমাজ গড়ো।