সাগর পাড়ের পাহাড় বেয়ে, উঠলাম আমি মাথায়,
কি অপরূপ নীলিমা তোমার, লিখবো হিসাব খাতায়।
তোমার রূপে চোখ রাখেনি, এমন জনও আছে,
যে জন তোমার রূপ দেখেনি, তাহার জীবন মিছে ।
দৃষ্টি আমার আটকে আছে, তোমার নীলিমায়,
কিভাবে যে ছাড়িয়ে নেবো, আছে কি উপায় ?


ডাহুক ডাকে কুহু কুহু, পাতি কাকের মেলা,
তোমার গায়ের ফাটা ফোঁটায়, বেজিরও দেখছি খেলা।
গাছের পাতায় ঝিঁঝিঁ পোকা, কামড়ে আছে ঘুমে,
আঁধার রাতে উড়ে আসবে, নিচের দিকে নেমে ।


রাতের বেলায় কেউ থাকেনা, তোমার গায়ে চড়ে,
সাপ বিচ্ছু ঘুরে বেড়ায়, ঝিঁঝিঁ পোকার ভিরে ।
ঘোর অন্ধকার নেমে আসে, সূর্যাস্তের পর,
তোমার পাশেই জোয়ার আসে, ঢেকে বালুচর ।
সারারাত শুনবে তুমি, পানির কলকলানি,
নীলিমা তোমার আড়াল পড়বে, এটাও আমরা জানি।


তুমি এখন নীলিমা তোমার, সব দেখিয়ে দাও,
টাকা পয়সা নাওনা তুমি, ধন্যবাদ তো পাও ।
তোমায় দেখে হাজার মানুষ, ধন্য হয়ে যায়,
দেশ বিদেশে তোমার সুনাম, ছড়িয়ে তারা দেয়।