একবার ভুল হলে পরে শোধরায়,
ফেলে আসা সেই ভুল তাকে ছেড়ে যায়।
তবে কিছু কিছু ভুল করে গোলমাল
ছেড়ে গেলে টেনে ধরে কুরে কুরে খায়।


কিছু ভুল ফুল হয় ফিরে দেখা যায়,
ভুলগুলো ফুল হয় তার সাধনায়।
কিছু ভুল তোলে রোল টেনে আনে শূল
শূল টানা ভুলগুলো শোধরানো দায়।


অজান্তে ভুল হলে আফসোস কম,
জেনেশুনে ভুল হলে টেনে ধরে দম।
জানা ভুলে শোরগোল লাগে হইচই
জানাশোনা ভুলগুলো দম টানা যম।


ভুল করে ভোগে যায় অনুশোচনায়,
যার কাছে ভুল করে তার ক্ষমা চায়।
বিবেকটা টেনে ধরে ঘাঁটাঘাঁটি করে
আজীবন কেঁদে যায় সেই বেদনায়।


আচানক বলা ভুল পৃথিবীটা গোল,
আচানক বলে তুমি কেন কর ভুল?
ভুল হলে যমে টানে অবোলাও জানে
অবান্তর কথা বলে লাগে শোরগোল।


শুরুতেই ভুল হলে ঠিকে থাকা দায়,
ভুলগুলো ফেলে দেয় দুঃশ্চিন্তায়।
ভুল যেনো কম হয় রাখো বোধোদয়
ভুল ছাড়া কেউ নেই এই দুনিয়ায়।