কবিমন কবিতায় বারবার ফিরে যায়
দৃঢ় মনে করে যায় কবিতার চাষ,
সময়ের দোলাচালে মনে উঠা সুর তালে
কবিতাকে ভালোবেসে থাকে বারোমাস।


ভাবনাটা জেগে উঠে মনোভাব বুঝে ছুটে
মন ভরে সুর তুলে ঘুরপাক খায়,
মনে উঠা সব কথা হউক না যথাতথা
কলমের ছোঁয়া পেয়ে আসে কবিতায়।


রবি শশী কবিমন নাড়া দিতে কতক্ষণ
ছন্দ এঁকে ভালোমন্দ সব বুঝে পায়,
রবি দেখে মন-প্রাণ তার পাঠে ধাবমান
পূর্ণ শশী কবিমনে ছবি এঁকে যায়।


সাগর তরঙ্গতল গাধা বলে কত জল
কবিমন বলে উঠে মরি হায়হায়,
বাতাসের ঘূর্ণি বলে ঝড় উঠে সেই জলে
ঘুর্ণিপাকে যেই পড়ে সেই ভয় পায়।


একে একে শব্দ এসে কবিতার কূল ঘেঁষে
ধীরে ধীরে গড়ে উঠে কবিতার বাড়ি,
কবিমনে যেই হাল সেইসাথে সুর তাল
তার হাতে তাল ছন্দে বসে৷ কমা দাঁড়ি।


যত ভাব মনে উঠে কথা হয়ে ঠোঁটে ছুটে
মন জুড়ে রঙ মেখে গুনগুন গাই,
সব রঙ ছুটে এসে কবিতাকে ভালোবেসে
সায় পেয়ে মন বলে কবি হতে চাই।