ঝড় বৃষ্টি গাছপালা আর ধুধু বালুচর,
একতারাটা মনে বাজে শূণ্যে উঠে ঘর।
         মনের সুখে ভেসে যায়
         কখনো বা দুঃখ পায়
সুখ দুঃখ একসাথে কাঁপে থরথর ।


সারারাত জেগে থেকে মনে সুধা আসে,
রাতজেগে হাড্ডিসার তবু ভালবাসে।
         সুখ দুঃখে মেলামেশা
         বাঁধে বাসা সকল আশা
কাছে টেনে কষ্ট পেলেও মিটমিটিয়ে হাসে।


মন দিয়ে ভালোবেসে কাছে টেনে ধরে,
ভালোবাসা কখনো বা হাতাহাতি করে।
         হাত ধরে কাছে নেয়
         কখনো বা ছেড়ে দেয়
অভিমানে দূরে ঠেলে রাগ ক্ষোভ ঝরে।


নিরাশায় আশা জাগে ঝড় বৃষ্টি পেয়ে,
ধূলিঝড়ে জেগে উঠে তার গান গেয়ে।
         ভালোবেসে শূণ্যে উঠে
         চাঁদ রাতে জোছনা ছুটে
শূন্য হাতে পূণ্য ঝরে কালো মেঘে ছেয়ে।


ভালোবেসে কাছে এসে টেনে নিয়ে যায়,
বিরহ ঘিরে থাকলেও ছুঁয়ে শান্তি পায়।
         ব্যথা নিয়ে কাতরায়
         জল ছাড়াই সাঁতরায়
জল ঢেলে মরা গাছে ফুল ফুটাতে চায়।


তারই খোঁজে কবি ছুটে দলবল ছাড়ি,
সবার আগে পৌঁছে যেতে ছাড়ে তাঁর গাড়ি।
         খুঁজে খুঁজে ছুটে চলে
         লোক পেলে কথা বলে
এক সময় পৌঁছে যায় কবিতার বাড়ি।