আঁখি জলে ঢেউ উঠে ছুটে মনপাখি,
অন্তরালে তুকে রেখে বনবাসে থাকি।
আজ যদি চলে যাস
কাল দেখি ফিরে চাস
চোখে মুখে নেই লাজ বেশরম নাকি?


যত তোর হাঁকডাক নেই কোন দাম,
শুধু শুধু তোর জন্য ঘুমে উঠে চাম।
আজ যদি ভুলে যাই
পরদিন ফিরে চাই
মনে মনে ভেবে যাই এটা কোন কাম?


তোর জন্য এই মন যত কথা কয়,
মিছে মায়া সময়ের করি অপচয়।
ক্ষণে ভাবি মিছে ভাব
মনে পুষে নেই লাভ
তোর জন্য হাবভাব ডাকে পরাজয়।


আজীবন মিছেমিছি মায়া করে যাই,
যত্ন করে তুকে রেখে কোনো লাভ নাই।
তারচেয়ে দূরে থাক
বন্ধ কর ঘুরপাক
ভবিষ্যৎ ভালো যাক এই দোয়া চাই।


মায়া ভুলে ছেড়ে যাব করি পাকাপাকি,
অকারণে করে যাস তবু ডাকাডাকি।
হানা দিয়ে স্বপ্নঘোরে
সব দেস ভেঙ্গেচুরে
চেপেচুপে যত তোরে অন্তরালে রাখি।


বাণী তুলা সময়ের যত টানাটানি,
তার জন্য বেড়ে যায় তবু পেরেশানি।
ছেড়ে গেলে পিছু ছুটে
হৃদয়ের ফুল ফুটে
এই মনে ভেসে উঠে কবিতার বাণী।