কদবেল তুমি দেখতে গোল ক্রিকেট বলের মত,
ছোট ফল ডালে ডালে ঝুলছে শত শত ।
পাতা ছোট ঝিরিঝিরি গাছ জোড়া জোড়া,
গায়ে কোন  কাঁটা নাই কম বয়সেই বুড়া ।
বেল তোমার পিঠ শক্ত করে কটকট,
কামড়  দিলে দাঁত ফোটেনা করে মটমট।
বাচ্চারা সব ভাবে তোমায় তুমি খেলার বল,
কাছে পেলে মারে ছুড়ে, ছুটে তাদের দল ।


বেল বলে এবার থাম, আমার কথা শোন,
শক্ত হলে তবে কেনো বেশি দামে কিন?
স্কুল গেটে থাকি আমি থাকি পাড়া-মহল্লায়,
ছাত্র ছাত্রী বুড়া বুড়ি একটা করে নিয়ে যায়।
শক্ত পিঠের ভক্ত এরা ভেতর নরম পায়,
খেতে আমি সুস্বাদু ফল খেয়ে প্রাণ জুড়ায়।
ভিটামিন এ ভরা আমি আরো অনেক গুণ,
খেয়ে আমায় হজম করতে আরো লাগে নুন।
এত সুনাম থাকার পরও তুমি ত্যাক্ত-বিরক্ত,
তুমি ছাড়াও আছে আমার হাজার হাজার ভক্ত।