কক্ষ পথে লক্ষ তারা আকাশের গায়,
মধ্য রাতে অন্ধকারে মন ছুঁয়ে যায়।
আঁকাবাঁকা মেঠোপথে হেঁটে যাও রাতে,
সাথী করে লক্ষ তারা নিতে পারো সাথে।


মায়া ভরা ছায়া পথে তারকার সারি,
খালি চোখে মনে হবে ছায়াপথ ভারী।
অন্ধকারে মন যায় আকাশের পানে,
তারা দেখে মন ভরে দোল দোল সানে।


উড়ে যেতে মন চায় তারকার কাছে,
আকাশের রঙ দেখে ভুলো মন নাচে।
মন ভরে দেখে নাও চকচকে আলো,
তারা দেখে করে নাও ভারী মন ভালো।


আকাশের লক্ষ তারা অন্ধকারে বাতি,
চেয়ে দেখো অভিজ্ঞতা হবে চিরসাথী।
তারাগুলো হেসে যায় আলো পড়ে মুখে,
মন দিয়ে দেখে গেলে মন ভরে সুখে।


আকাশের রঙ দেখে মন খায় দোল,
জ্বলে উঠা তারাগুলো অন্ধকারে ফুল।
মরা মন জেগে উঠে তারকার ডাকে,
দেখা যাবে মন থেকে তুমি ডাকো তাকে।


ঘুটঘুটে অন্ধকারে দূরে দৃষ্টি ছাড়ো,
নিশি রাতে অভিজ্ঞতা গড়ে নিতে পারো।
অন্ধকার তাড়া করে দেখো যত দূর,
আকাশের লক্ষ তারা প্রাণে তুলে সুর।


মহাকাশে লক্ষ তারা মনে দোল খায়,
ভেবে দেখো তারাগুলো নাড়া দিয়ে যায়।
জনমনে তুমি যদি তারা হতে চাও,
সৎ কাজ পথ খুলে করে দেখে নাও।