কাদি কাদি থোকা থোকা এক ছড়িতে মেলা,
তৃপ্তি আনে পেটও ভরে এমন ফল কলা।
কলা যদি গিলে খায়
প্রাণ ভরে শান্তি পায়
এমন করে কেটে যায় কলা খেয়েই বেলা।


কাঁচা কলা রেঁধে খায় পাকাটা খায় ছিলে,
ছোট বাচ্চাও মজা পায় টপটপাটপ গিলে।
ছোট বাচ্চা হাতে ধরে
কলা নিয়ে খেলা করে
রঙ দেখেই টেনে ধরে হাতের কাছে নিলে।


দুধ কলা পাতে নাও সাথে নাও খাঁটি ঘি,
ভিটামিন বেশি থাকে সবরি কলায়  'বি'।
'বি' 'সি' তুমি যাই চাও
পাকা কলা খেয়ে নাও
দুধ কলা পাতে নিলে সাথেই পাবে  'ডি' ।


আঁটি কলা বেশি খায় পেট খারাপ হলে,
চম্পা কলা পাতে নেয় নাস্তায় খাবে বলে।
সাগর কলা মনে ধরে
রিশ্যা কলা হাঁড়ি ভরে
শীতকালে অনেক বেশি বাংলা কলা চলে।


পটাশিয়াম আয়রন মিনারেলের সাথে,
শতরকম ঔষধিগুণ কলার সাথে পাতে।
যা খেলে প্রাণ বাঁচে
তার সাথে ভাত মাছে
কলা খেয়ে দোলা লাগে সমান অনুপাতে।


পুষ্টিগুণ ও খাদ্যপ্রাণ যখন তুমি চাবে,
খুব সহজে ঢের বেশি কলার মধ্যে পাবে।
কলা নিয়ে বাড়ি যাও
বেশি বেশি কলা খাও
দুর্বলতা হ্রাস পাবে স্বাস্থ্য বদলে যাবে।