শীতকালে ফলের রাজা কমলা কিনে নাও,
আসে যখন শীতকাল কমলা বেশি খাও ।
ভরপুর ভিটামিন
রাখবেনা নিদ্রাহীন
অনেক বেশি পুষ্টিগুণ তাও জেনে যাও ।


কমলালেবুর ভিটামিনটা প্রকৃতির দান,
হলুদ রসে ভরা থাকায় পাক্কা গুণমান।
অন্যসব ফলের চেয়ে
সুমধুর কমলা পেয়ে
রসে ভরা কমলা খেয়ে গাইবো গুণগান।


ডিএনএ গঠন করে সেল ও টিস্যু গড়ে,
গায়ের হাড় গঠন করে দাঁত শক্ত করে।
ক্যালসিয়াম ভরা থাকে
স্বাদ গন্ধ অটুট রাখে
পূরণ করে চাহিদাকে থোকা থোকা ধরে।


কমলালেবু হাতে নিলে জিবে আসে জল,
খোসা বাদে ভেতর দিক রসে টলমল ।
খোসা ছেড়ে হাতে পেলে
মজাদার দানা মেলে
নিয়মিত কমলা খেলে গায়ে বাড়ে বল ।


দৃষ্টি কাড়া কমলায় আছে টক মিষ্টি স্বাদ,
থোকা থোকা গাছে ঝুলে কাঁধে মিলে কাঁধ।
কাছে গেলে নজর কাড়ে
ধরতে চাই বারে বারে
টক মিষ্টি যে খাবারে রাখবো না তো বাদ।