নব প্রাণ এনে দেয় আম্র মুকুল,
সব পাতা ঝরে ঝরে তাতে ফুটে ফুল।
চারিদিক ভরে উঠে মৌ মৌ ঘ্রাণে,
গাছ ভরে ফুল ফুটে সজীবতা আনে।


সারা গাছে পাতা নেই ঝুলে শুধু বেল,
চেয়ে দেখে শতলোক কত আবদেল।
তেলতেলে ফলগুলো মনে দোল খায়,
তার পানে চোখ গেলে এড়ানোটা দায়।


ফাগুনের আগুনটা বাউ কূল গাছে,
রঙ ধরে পাকা কূল মন জুড়ে নাচে।
সারি সারি কূল গাছে ঝেঁকে আসা ফল,
চেয়ে দেখে আনমনে জিভে আসে জল।


সারা গাছে ভরা আজ রক্ত লাল ফুল,
দূর থেকে রঙ দেখে মনে উঠে দোল।
শিমুল তলীতে আজ ফাগুনের টান,
ডালে বসে মধু খেয়ে কোকিলের গান।


রঙতূলি মন ভরে দিবানিশি ভোর,
বাসন্তী টান থেকে মনে উঠে সুর।
সরিষার মাঠে যদি চোখ চলে যায়,
মন ভরা আনন্দ ঘুরপাক খায়।


কত সাজ দেখি আজ কত ফুল পাখি,
ঋতুরাজ প্রতিদিন করে ডাকাডাকি।
দ্বার খুলে প্রতিবার বসন্ত আসে,
আশাগুলো জেগে উঠে সুর তালে ভাসে।