সবুজের সমারোহ মাঠঘাট ভরা,
আশা নিয়ে কৃষকের নিজ হাতে গড়া।
        গায়ে খেটে শ্রম দেয়
        কষ্ট পেলে দম নেয়
সেচ দিয়ে পানি দেয় থাকে যদি খরা।


ছোট ছোট চারা পুতে এর পিছু ছুটে,
নিড়ানির কাজ শেষে চারা বেড়ে উঠে।
        মাঠ জুড়ে ধান আসে
        চাষি ভাই থাকে পাশে
কৃষকের মুখে হাসি পাকা ধানে ফুটে।


গোলাভরা ধান থাকে ভালো ধান হলে,
খাল বিল ভরে উঠে মাছ ধরে জলে।
        ধান থেকে চাল পায়
        পেট ভরে ভাত খায়
খানাদানা সব কিছু ধান দিয়ে চলে ।


কৃষকেরা শ্রমজীবী কারো বোঝা নয়,
শ্রম দিয়ে কাজ করে বহু কষ্ট সয় ।
        কাজ নিয়ে মাঠে নামে
        শ্রম দেয় কম দামে
নিজ গুণে কাজ করে সব করে জয়।


আশিভাগ লোক দেশে গ্রামে বাস করে,
জমিজমা চাষ করে নিজ হাতে ধরে ।
        সব কাজ নিজে করে
        ফসলের মাঠ ভরে
নিজ হাতে কাজ করে ধান তুলে ঘরে ।


বাড়ি বাড়ি কৃষকেরা থাকে পাশাপাশি,
চাহিদাটা বেশি নয় অল্পতেই খুশি।
        ধানক্ষেতে কাজ করে
        জলে নেমে মাছ ধরে
দিন শেষে ফুটে উঠে কৃষকের হাসি ।