পদ্মার ডুবু জলে জেগে উঠা চর,
ভুল পথে গন্তব্য তার বরাবর।
কুয়াশায় ফেরি চলে পথে হয় ভুল,
কান্নার রোলে ভাসে পদ্মার কূল।


দৃষ্টিটা বাঁধা পড়ে ঘন কুয়াশায়,
জল আর কুয়াশাটা এক হয়ে যায়।
চারিদিকে চোখে ভাসে জল আর জল,
কুয়াশায় মিশে যায় জল-সমতল।


কুয়াশার কুণ্ডলীতে মাস্তুলটা ঢাকা,
ছেড়ে আসা ফেরিটাও চলে আঁকাবাঁকা।
আন্দাজে হুল ফুটে কুয়াশা না জল,
ফেরি বাঁধে ডুবুচরে বাড়ে কোলাহল।


পদ্মার জল জুড়ে কুয়াশার হানা,
ঘন সাদা কুয়াশায় ফেরি পথ কানা।
ফেরির উপর গাড়ি ওজনটা বেশি,
চরে উঠে পরে বুঝে লাগে ঠেসাঠেসি।


বাতি জ্বলা আলোটাও ফিরে ফিরে আসে,
সেই আলো সাদা হয়ে কুয়াশায় ভাসে।
নদী ভরা জল আর কুয়াশার হাল,
কুয়াশায় বুঝা দায় কোন দিকে পাল।


ঘন সাদা কুয়াশায় বাঁধা পড়ে আলো,
কুয়াশার কুণ্ডলীতে না চলাই ভালো।
দুর্যোগটা চলে গেলে হারায় না তাল,
দেখেশুনে পার হলে বাঁচে জান-মাল।