সাগরের ঢেউ আজ বলে যাও মোরে,
কেন তুমি বারেবারে আসো ঘুরে ঘুরে?
ফেনা তুলে এই মনে দিয়ে যাও হানা,
সারা গায়ে রেখে যাও লবণের দানা।


সাদা ঢেউ চোখে পড়ে মুখে খই ফুটে,
ছুটে গিয়ে নিচে দেখি কালো ঘুটঘুটে।
ঢেউ উঠা নীল জলে ফেনাগুলো ভাসে,
দোল খেয়ে মন প্রাণ ভাসে উল্লাসে।


তীরে এসে যত লোক ঢেউ দেখে ছুটে,
ফেনা তুলা ঢেউ বেয়ে মনে ফুল ফুটে।
মনে জাগা গানগুলো সুর তুলে গায়,
উঁচু ঢেউ ভেঙ্গেচুরে সুখ শান্তি পায়।


ঢেউ থেকে শুরু হয় কলকল ধ্বনি,
ফেনা উঠা জল যেন লবণের খনি।
ছুটে আসে উঁচু ঢেউ বাতাসের চাপে,
তীর বেয়ে স্ফীত জল উঠে ধাপে ধাপে।


তীর ঘেঁষা বালুচরে কূল ঘেঁষা জল,
জোয়ারের তাড়া খেয়ে ভাসে সমতল।
ভাটা পড়া জল নামে প্রতিদিন ভোরে,
ধীরে ধীরে নেমে যায় তীর থেকে দূরে।


সাগরের তীরে গিয়ে ছুঁয়ে দেখি জল,
ঢেউ দেখে মন ভরে বাড়ে মনোবল।
জোয়ারের জল তুমি ঢেউ তুলো মনে,
ঢেউ থেকে সুখ তুলে নেই জনে জনে।