বৈরী হাওয়ায় ভাসে সাগরের কূল,
ঢেউ নাচা গর্জনে মনে উঠে দোল।
আকাশটা অন্ধকার কালো মেঘে ঢাকা,
মাথা ভারী ঢেউ দেখে উপকূল ফাঁকা।


এলোমেলো নেচে যায় ফুঁসে উঠা জল,
অশান্ত ফোঁসা জলে নেই কোলাহল।
ধেয়ে আসা ঢেউ দেখে ভয়ঙ্কর লাগে,
পুলকিত মনে আজ শিহরণ জাগে।


ফেনা উঠা জলে নেই আঁধারের ছোঁয়া,
দূর থেকে মনে হয় ফেনা নয় ধোঁয়া।
ঢেউ গুনে এই মন যায় যত দূর,
পাশাপাশি মনে ঢুকে সীমাহীন ঘোর।


সাগরের বুকে আজ স্ফীত জলরাশি,
ঝড় উঠা অভিলাষে তবু ছুটে আসি।
স্ফীত জল কূল ছুঁয়ে আসে ধীরে ধীরে,
ছুটে আসা উঁচু ঢেউ তীরে এসে ভীড়ে।


ঐ দূর আকাশটা নেমে গেলো জলে,
স্মৃতি ধরে এই মন কত কথা বলে।
জলে নামা দূরাকাশ কালো ঘুটঘুটে,
ফেনা তুলে সাদা ঢেউ জল বেয়ে উঠে।


দুর্যোগের ঘনঘটা সাগরের কূলে,
স্মৃতিটুকু তুলে নিতে ঝড়ো মন দোলে।
কাছে থেকে ঢেউ দেখে বাড়ি ফিরে যাই,
স্মৃতি ঢাকা মন নেয় স্ফীত জলে ঠাঁই।