আমি তোমায় ভালবাসি, এটা নয়তো  ভুল,
তোমার খোঁপায় গুঁজে দেবো, লাল গেন্দাফুল।
ভালবাসা কত মধুর,  এসে দেখো কাছে,
দূর থেকে যা ভেবেছো, সব ধারণা মিছে।
গেন্দাফুল  হাতে নিয়ে, হাঁটছি  পায়ে পায়ে,
ভরা নদী ভ্রমণ করবো, তুলবো তোমায় নায়ে।

সারা বিকেল নায়ে চড়ে, যাবো গাঁয়ের  পথে,
হাঁটবো আজ মেঠো পথে,  থাকবে তুমি সাথে।
মেঠো পথে মাঘের শীতে, হেঁটে আরাম পাবে,
মাঘের শীত শেষের পথে, ক'দিন  বাদেই যাবে।

সাঁঝের বেলায় গাঁয়ের পথে, হিমেল হাওয়া লাগে,
মন প্রাণ জুড়িয়ে নিতে, অনেক  সাধ জাগে।
গায়ে লেগে সান্ধ্য হাওয়া, মনের পালকি দুলে,
সারা শরীর গড়িয়ে গিয়ে, লাগবে তোমার  চুলে।
চিকন তোমার চুলের  বেণি, মাথায় গেন্দাফুল,
স্মৃতির  ফ্রেমে ধরে রাখবো, করবো না আর ভুল।

তাহলে আর দেরি  কেন, চলো তবে  যাই,
আদর সোহাগ সবই পাবে, যেমন তোমার চাই।
ভালবাসা স্মৃতি মধুর, স্মৃতি  হয়েই থাক,
সাঁঝের বেলায় হিমেল হাওয়ায়, আজকের দিনটা যাক।

হিমেল হাওয়ায় আজ বিকেলের,  স্মৃতি চিহ্ন দেখে,
জীবন তরী পাড়ি দেবো, স্বপ্ন  বুকে রেখে।
সাথে থাকবে ফুলের সুবাস,  মুছে দেবে ভুল,
ভালবাসার সাক্ষী  হবে, লাল গেন্দাফুল।