গায়ে পড়ে এনে দিলাম লাল গোলাপফুল,
এতো সুন্দর গোলাপফুল তাও ভাঙ্গেনা ভুল?
ভাবি আমি ক্ষণে ক্ষণে আর যাবো না ছুটে,
গোলাপ যদি না চায় মনে কেনো তবে ফুটে?
ঠায় দাঁড়িয়ে দেখে যাবো সুবাস যেমন লুটে,
গোলাপ দেখে তোমার মন কখন ফুটে উঠে।


আমার দেয়া লাল গোলাপ পাশে রেখে দাও,
আমার কথা ভেবে ভেবে ফুলের দিকে চাও।
আস্তে আস্তে মনের ইচ্ছা প্রেমের নায়ে ঝুলে,
দেখতে পাবে তোমার মন ফুলের মতো দোলে।
সুবাস ছেড়ে লাল গোলাপ সেতু বন্ধন আনে,
গুঞ্জন ভুলে মনের কথা বলবে কানে কানে।


ফুলে ফুলে নাই ভেদাভেদ লাল গোলাপও তাই,
সকল জাতি ফুলের সুবাস সমান ভাবে পাই।
মান অভিমান ছেড়ে জীবন ফুলের মতো গড়ো,
হৃদয় দিয়ে ভালোবেসে আমার হাতটা ধরো।
লোকসমাজে বেজায় খারাপ রোবট হয়ে থাকা,
হাসিখুশির আসল ভাণ্ডার আমার কাছে রাখা।


ভালোবাসার ছোঁয়া নিতে কাছাকাছি আসো,
মনের ইচ্ছা প্রকাশ করো যাকে ভালোবাসো।
সারাটা দিন রোবট হয়ে পড়ে থাকো ঘরে,
আমায় ছেড়ে বদ্ধ ঘরে ভীড়লে কেমন করে?
কানটা পেতে শুনে নাও লাল গোলাপের সুর,
ভাবনা শেষে দেখতে পাবে রাত্রি শেষে ভোর।


ফুল দিয়েই প্রথম দেখায় ভালোবেসেছিলাম,
গায়ে পড়ে গোলাপ তাই আবার এনে দিলাম।
মান অভিমান ভেঙ্গে চলো প্রেমের হাটে যাই,
তা না হলে শেষ হবে যে প্রেমের মজাটাই।
প্রেম ছাড়া শূন্য জীবন না আছে তার মানে,
ছুঁয়ে দেখো লাল গোলাপ কেমন শান্তি আনে।